দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী
_original_1743344962.jpg)
ঈদুল ফিতরের ছুটিতে গত দুই দিন (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন। রোববার (৩০ মার্চ) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত দুইদিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এরমধ্যে ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ এবং ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারীকারী ঢাকা ছেড়েছেন।
একই বার্তায় আরও জানানো হয়, ওই দুই দিনে রাজধানীতে প্রবেশ করেছেন ১২ লাখের বেশি সিম ব্যবহারকারী। এরমধ্যে ২৮ মার্চ ৬ লাখ ১২ হাজার ৩৩২ এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিম ব্যবহারকারী রাজধানীতে প্রবেশ করেছেন।
মন্তব্য করুন