কোহলিকে নিয়ে সিডনি সিক্সার্সের ‘এপ্রিল ফুল’!

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার সকালেই বড় এক চমক! এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, বিরাট কোহলি বুঝি অবশেষে বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল সিডনি সিক্সার্স তো নিজেদের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েই বসেছিল!
সিক্সার্স তাদের পোস্টে জানায়, কোহলি দুই মৌসুমের জন্য তাদের দলে যোগ দিয়েছেন। পোস্টে কোহলির একটি গ্রাফিক ব্যবহার করা হয়, যেখানে ইংরেজিতে লেখা ছিল, ‘ওয়েলকাম বিরাট কোহলি’ এবং নিচে যোগ করা হয়েছিল, বিরাট কোহলি আগামী দুই মৌসুমের জন্য সিক্সার্সে যোগ দিয়েছেন।
তবে কিছুক্ষণ পরেই সিডনির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল এপ্রিল ফুল! এপ্রিলের প্রথম দিনে সবাইকে বোকা বানানোর ‘এপ্রিল ফুলের’ মজা নিতেই এমন পোস্ট করেছেন তারা। কারণ, আজ ১ এপ্রিল— বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুল’ উদযাপনের দিন! অস্ট্রেলিয়ার সময় ভারতীয় সময়ের চেয়ে এগিয়ে থাকায় অনেক উপমহাদেশীয় ভক্ত সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে সত্যি ভেবেছিলেন। তবে কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন, এটি নিছক মজা ছাড়া কিছুই নয়।
একজন ভক্ত লিখেছেন, ‘ভালো কৌতুক ছিল! প্রথমে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’
আরও পড়ুনআরেকজন মন্তব্য করেছেন, ‘আমি ভিন্ন টাইমজোনে থাকায় একদিন পিছিয়ে আছি, তাই বিশ্বাস করাটা কিছুটা স্বাভাবিক!’
যদিও বাস্তবে কোহলি সিডনি সিক্সার্সে যোগ দিতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, কোনো সক্রিয় পুরুষ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। শুধুমাত্র অবসর নেওয়া ক্রিকেটাররা এসব লিগে অংশ নিতে পারেন। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
মন্তব্য করুন