ভিডিও বুধবার, ০২ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও আহতরা জানান, সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এতে বাধা দেয় একই বংশের চাচাতো ভাই গাউস ফকির। এই নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরোধীয় জমিতে ঘের কাটাকে কেন্দ্রে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৈত্রে ঘন কুয়াশায় ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়

বগুড়ার শেরপুরের জোড়গাছা ব্রিজের নিচে ভ্রমণ পিপাসুদের ভীড়

দিনাজপুরের বিরামপুরে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো জামাই

চাঁপাইনবাবগঞ্জে রেস্টুরেন্ট শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদে ছবি তুলতে গিয়ে পড়ে দুইজন নিহত

ঈদ বকশিশ ১শ’ টাকা দেয়ায় বগুড়ায় একজনকে ছুরিকাঘাত