ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই --- ভিসি ড.হাছানাত আলী

নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই --- ভিসি ড.হাছানাত আলী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাছানাত আলী বলেছেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। মানব জীবনের পরিপূর্ণ জীবন বিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। যা অনুসরণ করলে সমাজে অন্যায়, দুর্নীতি, খুন, ব্যাভিচার, প্রতারণা, চিরতরে বিদায় নিবে। অপরদিকে শান্তি, সমৃদ্ধি, ভাতৃত্ব, ন্যায্যতা, মানবতায় পরিপূর্ণ হয়ে উঠবে মানব জীবন। মাদ্রাসার শিক্ষার্থীরা সেই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা অর্জন করে সুনাগরিক হয়ে গড়ে ওঠে। তাই নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা শুধু মসজিদের ইমাম আর মাওলানা হয় না।  তারা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, বিসিএস ক্যাডার কর্মকর্তাও হচ্ছেন।

আজ মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে বগুড়ার শাজাহানপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আযোজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিগত ১৮ বছর দেশের অর্থ সম্পদ লুটপাট করেছে। অন্যায়ের প্রতিবাদ করলেই  খুন,  গুম ও নির্যাতনের শিকার হতে হতো। ২৪'র জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ আজ মুক্ত বাতাসে নির্ভয়ে চলাফেরা করছে। ২৪'র এই অর্জন ধরে রাখতে হবে।

মাদ্রাসার অধ্যক্ষ এ.এইচ.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ভূমি মন্ত্রণালয়ের চীফ এ্যাকান্টস্ এ্যান্ড ফিন্যান্স অফিসার তাজনুর রহমান। প্রাক্তন ছাত্র ছামিউল আলীম ও আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি'র উপপরিচালক (অব:) কেবিএম মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দামগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রানীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও: আনোয়ারুজ্জামান। "শৈশবের প্রিয় মুখগুলোর সাথে পুনর্মিলনী " স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, প্রাক্তন শিক্ষকগণের সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য, মধ্যাহ্ন ভোজ,  সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ।

আরও পড়ুন

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ কবির, যুগ্ম-আহ্বায়ক কাজী সায়েদুল ইসলাম, মিজানুর রহমান, মাসুদ রানা, প্রভাক নুর আলম সিদ্দিকী  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে রাইস বান গুদামে আগুন লেগে কোটি টাকার ক্ষতি

দিনাজপুরের কাহারোলে কয়েকটি স্থানে দর্শনার্থীদের ব্যাপক ভিড়

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার

বগুড়ার প্রতিটি বিনোদন কেন্দ্রে ছোটদের সাথে মাতে বড়রাও