ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

হঠাৎ পদত্যাগ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের

হঠাৎ পদত্যাগ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার। মঙ্গলবার (১ এপ্রিল) এক বিবৃতিতে বিষিয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছেড়েছেন। তবে গুঞ্জন, দলের পারফরম্যান্স ভালো না হওয়া এবং নিউজিল্যান্ড থেকে ভ্রমণের চাপ থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব নেন রব ওয়াল্টার। তার অধীনে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে। এছাড়াও, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও খেলে প্রোটিয়ারা। তবে দ্বিপাক্ষিক সিরিজে দলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তার কোচিংয়ে সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি এবং আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে সাতটি হেরেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার সামনে ব্যস্ত সময়সূচি রয়েছে। জুলাইয়ে তারা জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দায়িত্ব নতুন কোচের কাঁধে বর্তাবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের গুজরাটে যুদ্ধবিমান বিধ্বস্ত

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের আত্মহত্যা

১০ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

লাহোরে পথে উড়াল দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ