জুলাই আন্দোলনে দায়ের করা মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি : জুলাই আন্দোলনে জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি রংপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর রংপুর মহানগর শ্রমিক লীগের নেতা মিজানুর রহমান মিজু ও যুবলীগ নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেফতার করছে যৌথবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মিজুকে রংপুর নগরীর মধ্য গণেশপুর নিজ বাড়ি থেকে ও জনিকে সন্ধ্যায় রংপুর চিড়িয়াখানার সামনে থেকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, মিজুর নামে জুলাই আন্দলনে দুই চোখ হারানো রিকশা চালক আবু সাঈদ হত্যা চেষ্টা মামলা ও জনির নামে জুলাই আন্দোলনে বাপ্পি হত্যা চেষ্টা মামলায় নাম রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা শাহনুর হোসাইন জানান, জুলাই আন্দোলনে দুই চোখ হারানো রিকশা চালক আবু সাঈদ নিজে বাদি হয়ে মামলা করলে গতকাল মঙ্গলবার রাতে যৌথবাহিনীর সদস্যরা মিজুকে তার মধ্য গণেশপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনতদন্ত কর্মকর্তা আরও জানান, এই মামলায় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর রংপুর মহানগর শ্রমিক লীগের নেতা মিজানুর রহমান মিজুর নাম এজাহারে না থাকলেও তদন্তে তার জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। অপরদিকে বাপ্পি হত্যা চেষ্টা মামলার এজাভুক্ত আসামি জনিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর চিড়িয়াখানার সামনে থেকে যৌথবাহিনীর সদস্যরা গ্রেফতার করে।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন