ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

বেসিনের দাগ দূর করার সহজ উপায়

সংগৃহীত,বেসিনের দাগ দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে যখন অতিথি আসে, তখন তাদের হাত ধোয়ার জন্য বেসিনে যেতে বললে, যদি সিঙ্কে দাগ থাকে, তাহলে ব্যাপারটা একদমই আপনার জন্য অপ্রীতিকর হতে পারে। সিঙ্কের উপর জমে থাকা ময়লা, সাবান, টুথপেস্ট, তেল, খাবার ও খনিজ পদার্থ—এই সব মিলে বেসিনে এমন দাগ তৈ্রি করে যা পরিষ্কার না করলে দাগ স্থায়ী হয়ে যায়। তবে কিছু সহজ উপায়ে আপনি সহজেই বেসিন পরিষ্কার করতে পারেন। চলুন, জেনে নিই।


বেকিং সোডা ও ভিনেগার

প্রথমে সিঙ্কে অল্প পানি ঢালুন, তারপর তার উপরে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিন। তার উপর সমপরিমাণ ভিনেগার দিন। ভিনেগার দেওয়ার পর সিঙ্কে বুদবুদ উঠবে। কিছুক্ষণ পর গরম পানি দিয়ে সিঙ্ক ধুয়ে নিন।


লেবুর রস ও লবণ

লেবুর রস ও লবণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি সিঙ্কের দাগে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গরম পানি ও লবণ

যখন সিঙ্কে ময়লা জমে গিয়ে মুখ বন্ধ হয়ে যায়, তখন গরম পানি খুবই কার্যকর।

আরও পড়ুন

এক কেটলি গরম পানিতে দুই চামচ লবণ মিশিয়ে তা সিঙ্কের মুখে ঢালুন। ময়লা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে।
সাদা ভিনেগার

একটি স্প্রে বোতলে ভিনেগার ও পানি সমান পরিমাণে মিশিয়ে নিন। তারপর সিঙ্কে এটি স্প্রে করে কিছুক্ষণ রেখে স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন। এতে সিঙ্কের দাগ দূর হবে এবং বাজে গন্ধও কমে যাবে।


ব্লিচিং পাউডার

একটি লিটার পানিতে এক টেবিল চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি সিঙ্কের দাগে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র : আজকাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমানবহীন দ্বীপও ছাড় পায় নি ট্রাম্পের শুল্ক থেকে 

বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষে আহত ১০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত, আহত ৬

‘দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে’

ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ভূমিকম্পের আঘাত এবার ইন্দোনেশিয়ায়