নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গণউপদ্রোপের অপরাধে ৯ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে যৌথবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। গত সোমবার ঈদের দিন উপজেলা হাজিনগর ইউনিয়নের তালতলি নামক স্থানে গণ উপদ্রোপ করার অভিযোগে প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ৯জনকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার হাজিনগর গ্রামের মো. আজিজুল হক (১৯), সইবর রহমান (৪৫), বেলাল হোসেন (২০), মো. নাজমুল হক (৫৫), মো. সাদেকুল ইসলাম (২৬), কুশমইল গ্রামের মো. মহিদুল ইসলাম (২২), মো. সোহেল রানা (২৩), সাবইল গ্রামের মো. রাসেল (২০), কাপাষ্টিয়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২৮)।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, ঈদেরদিন উপজেলার দর্শনীয় স্থান তালতলিতে হাজার হাজার জনসাধারণের উপস্থিতি হয়। সেখানে আটককৃতরা উপদ্রোপ করছে বলে অভিযোগে প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে তাদের গণ উপদ্রোপ ২৯০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২শ’ টাকা করে জরিমানা করা হয়।
মন্তব্য করুন