ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুন ইসলামপুর গ্রামের ফুরসাদ আলীর ছেলে।

সূত্রে জানা যায়, গত রোববার রাত সোয়া ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা আন্ত:নগর ট্রেনটি যাত্রী নামিয়ে ঈদের ছুটিতে রাজশাহী স্টেশনে ফেরত যাবার জন্য প্লাটফর্ম ছাড়ার সময় ট্রেনের বগির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। ট্রেনটি স্টেশন ছেড়ে যাবার পর ১নং প্লাটফর্মের লাইনের উপর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্টেশন মাস্টার-২ মো: আমানত উল্লাহ বলেন, রাত পৌনে ৮ টায় ৭৯১ আপ বনলতা ট্রেনটি স্টেশনে পৌঁছে। এরপর ইঞ্জিন সান্টিং করে খালি ট্রেনটি (এম্পটি র‌্যাক) ফেরত যাবার সময় ঘটনাটি ঘটে। এর আগে নিহত ব্যক্তিকে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

আরও পড়ুন

নিহতের ভাই জহুরুল ইসলাম বলেন, মনিরুল এক সময় প্রবাসে ছিলেন। সেখানে কাজে সুবিধা করতে না পেরে দেশে এসে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসাতেও লোকসান হলে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

চাঁপাইনবাবগঞ্জ জিআরপি ফাঁড়ি ইনচার্জ আশিষ কুমার দাস বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি আত্মহত্যা কিনা তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমানবহীন দ্বীপও ছাড় পায় নি ট্রাম্পের শুল্ক থেকে 

বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষে আহত ১০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত, আহত ৬

‘দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে’

ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ভূমিকম্পের আঘাত এবার ইন্দোনেশিয়ায়