রংপুর পীরগঞ্জে নিখোঁজের ১২ দিন পর বিল থেকে মিলল ব্যবসায়ীর লাশ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : নিখোঁজের ১২ দিন পর বিলে মিলল ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৯) ওরফে হারুনের লাশ। তিনি উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ঢোড়াকান্দর বটপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও বড়দরগাহ বাজারের পান-সুপারি ব্যবসায়ী। গত ২২ মার্চ শনিবার থেকে তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ-খবরের পাশাপাশি সন্ধান পেতে থানায় জিডিও করেন। গতকাল বুধবার পুলিশ চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল বিল থেকে ওভসে ওঠা হারুনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল ইসলাম জানান, শাল্টি মৌজার তোফাজ্জল নামের এক ব্যক্তি গবাদিপশুর খাদ্য সংগ্রহে চৈত্রকোল বিলে ঘাস কাটতে যান। ধানের জমির আইলে ঘাস কাটার সময়ে ওই বিল থেকে দুর্গন্ধ পান তিনি। পুকুরের কাছে গিয়ে কচুরিপানার ফাঁকে মানুষের লাশ ভেসে থাকতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী বিথী বেগম বলেন, ২২ মার্চ আমরা রাত পর্যন্ত একসাথে বড়দরগাহ বাজারে কেনাকাটা করি। পরে তাকে বাজারে রেখেই আমরা বাড়িতে চলে আসি। ওই দিন থেকে ১২ দিন ধরে নিখোঁজ ছিল। আমরা তাকে কোথাও না পেয়ে থানায় জিডি করি। পুলিশ আমার স্বামীর মোবাইল লোকেশন ট্যাগ করে ফোন উদ্ধার করে। আজ হঠাৎ করে শুনতে পারি আমার স্বামীর লাশ পাওয়া গেছে।
আরও পড়ুনওসি এমএ ফারুক জানান, লাশ অর্ধগলিত থাকায় স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর পরিষ্কার জানা যাবে। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন