ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

গোপালগঞ্জে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামেপূর্ব শত্রুতার জের ধরে জমির আইল দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এ সময় ৮টি বাড়ি ভাঙচুর করা হয়। 

আজ বুধবার (২ এপ্রিল) এ সংঘর্ষ হয়।

আহত পাঁচ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩০ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, ফকিরহাট খোলা গ্রামে লালন শেখের সঙ্গে রাজু শেখের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। এ সময় ৮টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো জানান, এলাকার পরিস্থিত এখন শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমানবহীন দ্বীপও ছাড় পায় নি ট্রাম্পের শুল্ক থেকে 

বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষে আহত ১০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত, আহত ৬

‘দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে’

ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ভূমিকম্পের আঘাত এবার ইন্দোনেশিয়ায়