বগুড়ায় স্বাধীনতা কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’র ভেন্যু পরিদর্শন করলেন দুলু

স্টাফ রিপোর্টার : আগামী ১১ এপ্রিল বিকেল ৩ টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্বাধীনতা কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে। এই কনসার্ট সফল করার লক্ষে আজ বুধবার (২ এপ্রিল) বিকেল ৪ টায় আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন বিএনপি রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বগুড়ায় এসে আজ বুধবার (২ এপ্রিল) আলতাফুন্নেছা খেরার মাছ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন