ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

দিনাজপুরের কাহারোলে কয়েকটি স্থানে দর্শনার্থীদের ব্যাপক ভিড়

দিনাজপুরের কাহারোলে কয়েকটি স্থানে দর্শনার্থীদের ব্যাপক ভিড়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে প্রতিষ্ঠিত কোনো বিনোদন কেন্দ্র গড়ে না উঠলেও তা থেকেও থেমে নেই ঈদের ছুটিতে আসা সাধারণ মানুষজন ও দর্শনার্থীদের ভিড় জমাচ্ছে যেসব স্থানে। দেখা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলায় ঈদের দিন বিকেল বেলা থেকে সময় কাটতে এসেছেন উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউর মন্দির, ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, কান্তনগর পর্যটন কেন্দ্র ও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি শিশুপার্কে শিশু থেকে সব বয়সী মানুষজনেরা ভিড় জমিয়েছে এসব স্থানগুলোতে।

ঈদের দিন বিকেল বেলা থেকে আজ বুধবার (২ এপ্রিল) পর্যন্ত উল্লেখিত স্থানগুলোতে ঈদের ছুটির ফাঁকে বেড়াতে আসেন দিনাজপুর জেলাসহ অন্যান্য জেলা ও উপজেলা থেকে বিনোদন পিপাষু বা দর্শনার্থীরা তাদের ছেলে-মেয়েসহ পরিবার পরিজনদের নিয়ে এসব স্থানে এসে অলস সময় অতিবাহিত করতে দেখা গেছে।

ঈদের দিন এই সব স্থানে বেড়াতে আসা কয়েকজন বিনোদন পিপাষু বা দর্শনার্থীদের সাথে কথা হলে তারা জানান, এই উপজেলায় তেমন কোনো বড় ধরনের বিনোদন কেন্দ্র না থাকলেও এই উপজেলায় রয়েছে ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক কান্তজীউর মন্দির ও ঐতিহাসিক মসজিদ যা আমাদের ছেলে-মেয়েদেরকে শিখানো বা দেখার মতো পৌরণিক কিছু চিত্র রয়েছে ঐতিহাসিক কান্তজীউর মন্দিরের গাঁয়ে।

এছাড়াও কান্তনগর এলাকায় রয়েছে পর্যটন কেন্দ্র, কান্তনগর জাদুঘর ও ঐতিহাসিক নয়াবাদ মসজিদটিও। (এই দুটি ধর্মীয় প্রতিষ্ঠান) এ দুটি দেখার মতো মন্দির ও মসজিদ। এখানে অনেকেই আসেন কান্তজীউর মন্দির ও মসজিদটিকে একনজর দেখার জন্য। আবার কেউ কেউ মন্দিরে আসেন পূজা অর্চনা করতে এবং মসজিদে আসেন এক ওয়াক্ত নামাজ আদায় করতে।

আরও পড়ুন

তাই আমরা পরিবার পরিজন নিয়ে ঈদের দিন এসেছি এইসব ঐতিহাসিক প্রতিষ্ঠান দেখার জন্য বা সময় অতিবাহিত করার জন্যেই। এদিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি শিশুপার্কটি ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত সব বয়সী মানুষ জনদের ভিড় পরিলক্ষিত হয়েছে।

এই মিনি শিশুপার্কে রয়েছে কোমলমতি শিশুদের শিশু বা সোনামণিদের শেখানোর জন্য রয়েছে বিভিন্ন ধরনের চিত্র। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বক পাখি, শিয়াল, দোয়েলপাখি, হরিণ, সিংহ, হাতি, বানর, জিরাফ ও শিশুদের খেলাধুলার জন্য দোলনাসহ অন্যান্য পশু-পাখির স্থাপনাসমূহ রয়েছে এই মিনি পার্কে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে স্বর্ণালঙ্কার,নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেদ্র মোদি

গোপালগঞ্জে হিমাগারের সঙ্কট, মাঠেই নষ্ট হচ্ছে টমেটো

রংপুরে অপহরণকারীকে ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২২

তেঁতুলিয়ায় কাঞ্চন বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ঘরের সৌখিন আসবাবপত্র 

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে