গোলখরা কাটিয়ে গ্রিলিশের গোলে জয় ম্যানসিটি’র

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ মাসের গোলখরা কাটালেন জ্যাক গ্রিলিশ। তারপর অবনমনের শঙ্কায় থাকা লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা লাভের আশা বাঁচিয়ে রাখলো গার্ডিওলার শিষ্যরা।দুই মিনিটের মধ্যে গ্রিলিশ জাল কাঁপান। তারপর ওমর মারমৌশ করেন দ্বিতীয় গোল। তাতে ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে গেলো ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে লেস্টার।
টাচলাইন নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি গ্যালারি থেকে দেখতে হয়েছে সিটি কোচ পেপ গার্দিওলাকে। এছাড়া ক্লাবের টিকিটের দাম বাড়ানোর প্রতিবাদে আসন খালি রাখায় গ্রিলিশের গোলসহ প্রথম ৯ মিনিটের খেলা দেখেননি হাজারো সিটি ভক্ত। এনিয়ে কোনও গোল না করে টানা সপ্তম লিগ হার দেখলো লিস্টার। এই রাতেও লক্ষ্যে কোনও শট রাখতে পারেনি তারা। সিটি পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখে খেলা শেষ করে। মাঝমাঠ থেকে বল নিয়ে জেরেমি ডকু সাভিনহোকে দেন, বক্সের বাইরে থেকে তার নিচু ক্রসে জালে বল ঠেলে দেন গ্রিলিশ। লেস্টার কিপার ম্যাডস হারমানসেনের ভুলে সিটি ব্যবধান দ্বিগুণ করে। বক্সের মধ্যে সতীর্থের ক্রস ধরে রাখতে ব্যর্থ হন তিনি, আলগা বল পেয়ে বারের নিচ দিয়ে লক্ষ্যভেদ করেন মারমৌশ।
আরও পড়ুনগোড়ালির ইনজুরিতে সাত সপ্তাহের জন্য ছিটকে যাওয়া আর্লিং হাল্যান্ডের অনুপস্থিতিতে সিটির চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মারমৌশকে। হাফটাইমে তিনি দ্বিতীয় গোল করেই ফেলেছিলেন। বক্সের মধ্যে ডকুর পাসে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মারেন। সিটির মুহুর্মুহু আক্রমণের পরও ব্যবধান বাড়তে না দেওয়াই ছিল এই ম্যাচে লিস্টারের সফলতা।
মন্তব্য করুন