অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত ৬
_original_1743673674.jpg)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবা সন্ধ্যার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুরের আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই এলাকার ইকবালের ছেলে তাওহিদ (৫) তার মেয়ে শাহনা (১০)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে গ্লোব ফ্যাক্টরির সামনে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ শতাংশ পুড়ে গেছে। তারা সবাই আশঙ্কামুক্ত।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বিস্ফোরণে অটোরিকশাটি পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
মন্তব্য করুন