ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনের কাছে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনএ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ হওয়া ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘‘মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’
মন্তব্য করুন