সাত দিনে ওসিকে বদলির হুমকি সমন্বয়ক পরিচয়দানকারীর

নিউজ ডেস্ক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদী হাসানকে সাত দিনের মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব্বির হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দেন।
মঙ্গলবার (১ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসিকে বদলির হুমকি দেওয়া হয়। বুধবার (২ এপ্রিল) সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ওসি শেখ মেহেদী হাসান।
সাব্বির হোসেন থানার ভেতর উদ্ধত আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন ওসি শেখ মেহেদী হাসান। অভিযুক্ত সাব্বির হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের সুগ্রীবপুর গ্রামের আবুল হোসেন পুন্টুর ছেলে। তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি-সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের পর বিরোধ মীমাংসার জন্য থানায় আসেন স্থানীয়রা। তারা মীমাংসার বিষয়ে একমত হলেও বৈঠক শেষ হওয়ার পর সাব্বির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে হট্টগোল শুরু করেন। থানার ভেতর দাঁড়িয়ে এসপি ও ডিআইজিকে কল করে সাত দিনের মধ্যে ওসিকে বদলির হুমকি দেন সাব্বির হোসেন।
আরও পড়ুনঘটনার বর্ণনা দিয়ে ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, ইবি থানাধীন সুগ্রীবপুরে জমি-সংক্রান্ত বিরোধের মীমাংসা করা হয় থানায়। এলাকাবাসী আমার সঙ্গে দেখা করতে এলে সমন্বয়ক পরিচয়দাতা সাব্বির উদ্ধত আচরণ করেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এক জন শিক্ষার্থী বা সমন্বয়কের কাছ থেকে বিষয়টি প্রত্যাশিত না।
তিনি আরো অভিযোগ করেন, সাব্বির মাঝে-মধ্যেই থানার অফিসারদের হুমকি দেন। সমন্বয়ক পরিচয়ে তিনি পুলিশ অফিসারদের খাগড়াছড়ি-বান্দরবানে ট্রান্সফারের হুমকি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক পরিচয় দেওয়া সাব্বির হোসেন বলেন, ঘটনাটি গ্রাম্যভাবে সমাধান হয়েছে।
মন্তব্য করুন