নওগাঁর মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনার মূলহোতা গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বোরো ধানের খেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বুলবুল। তার দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনমান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বৃহস্পতিবার জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গত বুধবার দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।
মন্তব্য করুন