ভিডিও শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

নাটোরে যৌথ অভিযানে যানবাহনের ৮ হাজার টাকা জরিমানা

নাটোরে যৌথ অভিযানে যানবাহনের ৮ হাজার টাকা জরিমানা। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোরে যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া মোড়ে জেলা প্রশাসন, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ইসতিয়াক আহম্মেদ।

অভিযানে যানবাহনের ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ নানা অভিযোগে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সার্জেন্ট লতা, বিআরটি এর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব  শর্মা সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন

নাটোর বিআরটি এ’র মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা এতথ্য নিশ্চিত করে জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে দুর্ঘটনা কমাতে এই ধরনের উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচিং না করায় ছাত্রীর উত্তরপত্রে ইচ্ছামতো বৃত্ত ভরাট করলেন শিক্ষক

ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

বাবার ইচ্ছা পূরণ করতেই লাশ রেখে দাখিল পরীক্ষা দিল ছেলে

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

 মাদ্রাসায় ছাত্রীদের শোবার ঘরে ক্যামেরা, কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা