ভিডিও শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

নেই ভিড়ের চাপ, নেই যানজট

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবীরা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে। খুলেছে অফিস-আদালত। বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুলেছে গত দুইদিন হলো। পরিবারের সাথে ঈদ আনন্দ শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু  করেছে  মানুষ।  কেউ যাচ্ছেন  বাসে, কেউ যাচ্ছেন পিকআপে। আবার কেউ কেউ অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পরিবার নিয়ে। আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১২ টার পর বগুড়ার চার মাথা বাস টার্মিনাল, বনানী এলাকা, তিনমাথা, মাটিডালী মোড়ে এমন চিত্র দেখা যায়।

বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলা থেকে চাকরিজীবী মানুষ ভিড় করেছেন। তবে প্রতি বছরের মত এবছর সড়কে তেমন একটা চাপ সেই। সেই সাথে বাড়তি ভাড়ার চাপও কম বলে জানিয়েছেন যাত্রীরা। বগুড়ার বনানী এলাকায় দুপচাঁচিয়া  এলাকার  বাসিন্দা ঢাকার  মহাখালী  গার্মেন্টসের চাকরিজীবী  মো সুলতানের সাথে।  তার সাথে আছেন তার ভায়রা  আসলাম।

আরও আছে তার স্ত্রী এবং তার বোন। আগে থেকেই তারা টিকিট কিনে রাখেননি। এসেছেন  শেষ সময়ে। এখন আবার ঢাকায় ফিরবেন। এসেছেন অনেকক্ষণ। একসাথে কয় জনের সিট পাওয়া যাচ্ছে না। শেষে একটি পিকআপ ভাড়া করা হয়েছে ১২ জন মিলে। জনপ্রতি ভাড়া দিতে হয়েছে ৫শ’ টাকা করে। বললেন বাবা-মা  আত্মীয় স্বজনদের  সাথে ঈদ আনন্দ  করার জন্য এই কষ্ট মেনে নিতে হয়।

সারিয়াকান্দি থেকে বনানী এসেছেন মোছা. সালমা খাতুন এবং তার দুই মেয়ে আসমা ও শারমিন। যাবেন ঢাকার  বাইপাইলে। বললেন মেয়ে সাথে আছে  তাই একটু ভালভাবে যেতে হবে। বাসের জন্য অপেক্ষা করছি। একটা সিট পাওয়া যায়। কিন্তু তিনটা সিট পাওয়া যাচ্ছে না। ১০ টার সময় এসেছি কিন্তু  আধা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না। গতকাল বৃহস্পতিবার অফিস খুলেছে। আজ যেতেই হবে।

আরও পড়ুন

ওষুধ কোম্পানিতে চাকরি করেন শফিকুল ইসলাম। যাবেন ঢাকার যাত্রাবাড়ি। বললেন শনিবার থেকে অফিস খোলা। নতুন চাকরি  বাবা, মা, ভাই, বোন, স্ত্রীকে  রেখে বাধ্য হয়ে ফিরতে হচ্ছে। একটি বাসে দাঁড়িয়ে  যাওয়ার জন্য  সাড়ে ৫শ’ টাকা টাকা চাচ্ছে হেলপার। ৪শ’ টাকা দিতে চেয়েছেন। কিন্তু ড্রাইভার রাজি হচ্ছেন না। বাধ্যহয়ে  চললাম।

বগুড়ার একটি নামকরা বাস কাউন্টারের ম্যানেজার জানান, এবছর খুব বেশি ঝামেলা হয়নি। আগে থেকেই মানুষ ফিরতি টিকিট কেটে রেখেছেন। টিকিটের দামও বেশি রাখা হয়নি। যাত্রীরা মোটামুটি স্বস্তি নিয়ে কর্মস্থলে ফিরছেন। যারা টিকিট কাটেননি তারা বনানী, চারমাথা, তিনমাথা  থেকে বিভিন্ন রুটের গাড়িতে করে ঢাকায় ফিরছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি

স্বামীর পরকীয়ার প্রেমের জেরে হত্যা, স্ত্রী আটক

কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা

নতুন সংসারের ইঙ্গিত দিলেন নায়িকা মাহি!

খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা