ভিডিও শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই টুনি নামে এক যাত্রী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটকরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে মিরপুরগামী ইতিহাস পরিবহনের বাসটি কর্ণপাড়া ব্রিজ (ব্যাংক টাউন) এলাকায় পৌঁছালে চারজন যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করেন। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়। বাসটির এক যাত্রী জানান, সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করেন। তারা আমার ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। অন্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে ওই ডাকাত দল।

বাসটির চালক রজব আলী বলেন, ‘বাসে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়।’এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক ও সহকারীকে আটক করা হয়েছে। গত ২৪ মার্চ রাতে ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসচালক ও তার হেলপারকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি

স্বামীর পরকীয়ার প্রেমের জেরে হত্যা, স্ত্রী আটক

কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা

নতুন সংসারের ইঙ্গিত দিলেন নায়িকা মাহি!

খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা