ভিডিও শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

স্বস্তির ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

স্বস্তির ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ছবি: সংগৃহীত।

গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। দেশেরে মধ্যাঞ্চলের মানুষ স্বস্তিতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিতে ব্যস্ত। ফেরা মানুষদের কেউ কেউ সরাসরি অফিসে যাচ্ছেন, আবার কেউ কেউ পরিবার বাসায় রেখে কর্মস্থলে যোগ দেবেন।শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী জেলা শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ভৈরবগামী বাসের যাত্রীরা সকাল সকাল স্বস্তিতে ঢাকায় ফিরছেন। তবে দূরপাল্লার মধ্যে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া এবং রংপুর রুটের হাতে গোনা কয়েকটি বাসও সকাল বেলা ঢাকায় পৌঁছেছে।

কিশোরগঞ্জে সপরিবারে ঈদ করে ঢাকায় ফিরেছেন সৈয়দ অদিত। তিনি সাংবাদিক’কে জানান, ফজরের আযানের আগে রওনা হয়েছি। সকালে বের হওয়ার রাস্তায় ফাঁকা পেয়েছি। পরিবার বাসায় রেখে অফিসে যাব। ময়মনসিংহ-ঢাকাগামী এনা পরিবহনের মহাখালী বাস টার্মিনালের কাউন্টারের ম্যানেজার মো. তুষার গণমাধ্যমে বলেন, শুক্রবার অনেক যাত্রী ঢাকায় ফিরেছে। আজও একই অবস্থা হবে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি বাস ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। যাত্রীরা বেশ স্বস্তিতে ফিরতে পারছে। মোটামুটি কাল দুপুর পর্যন্ত বাড়ি থেকে ফেরা লোকজনের চাপটা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ বাসিন্দা ইয়াসিন ভূঁইযা বলেন, ঈদে বাড়িতে যেতে যেমন আনন্দ হয় তেমনি ঢাকায় ফিরতে খুব কষ্ট হয়। কিন্তু কর্মের জন্যে তো ফিরতে হবে, উপায় নাই। শুক্রবার রাতে রওনা হয়েছি যেন এসে অফিস ধরতে পারি। মোটামুটি সময়মতো আসতে পারছি।

রাজশাহী, বগুড়া এবং রংপুর রুটের একতা পরিবহন, সাহেব ফাতে আলী পরিবহন, ন্যাশনাল ট্রাভেল ও দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার জানান, এসব পরিবহনের ঢাকাগামী স্বল্পসংখ্যক বাস ঢাকায় এসে পৌঁছেছে। দুপুরের মধ্যে আরও বেশ কিছু বাস যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছাবে।

একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার রিঙ্কু মিয়া জানান, রাস্তায় এবার খুব একটা জ্যাম নাই।আমাদের কয়েকটা বাস চাপাই থেকে ছেড়ে এসেছেন। আমাদের মাত্র একটা গাড়ি ঢাকায় এসেছে। বাকিগুলো রাস্তায় আছে এখনো। 

মহাখালি সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মো.আব্বাস বলেন, সকাল থেকে এখানে আছি। শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বাস বেশি আসতে দেখলাম। রংপুর, বগুড়া রুটের বাস খুব একটা দেখলাম না। 

 

এমনি পরিস্থিতিতে দেড় থেকে দুই হাজার মানুষ নিয়ে ঢাকায় আসছে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো।শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা ৩৩ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস। যদিও ট্রেনটির ঢাকায় আসার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে।

আরও পড়ুন

এদিকে নরসিংদী কমিউটার-১ ট্রেনটি থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পৌঁছায় সকাল ১০টায়। যদিও সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থাকার কথা ছিল ট্রেনটির।একতা এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে থামার সঙ্গে সঙ্গে ছাদে যেসব মানুষ ছিলেন, তারা যে যেভাবে পেরেছেন ট্রেন থেকে নেমেছেন। ট্রেনের ভেতরে দেখা গেছে অসংখ্য মানুষ দাঁড়িয়ে এসেছেন। আর আসন তো ভর্তিই ছিল। সাধারণত ট্রেনটিতে ১২৩০-১২৫৪ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। কিন্তু ট্রেনের যাত্রীরা মনে করছেন, ট্রেনটিতে আজ দেড় থেকে প্রায় ২ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন।নরসিংদী কমিউটার-১ ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, আজ ট্রেন ভর্তি করে মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের মধ্যে হাঁটাচলা করার মতো ন্যূনতম জায়গা ছিল না।

পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনে চড়েছেন আবদুর রহমান। ঢাকা রেলওয়ে স্টেশনে নেমে তিনি ঢাকা পোস্টকে বলেন, পঞ্চগড় থেকে ট্রেনের লোকসংখ্যা ছিল প্রচুর। পরের প্রতিটি স্টেশনেই গাদাগাদি করে ট্রেনে লোক উঠেছে। পথে স্টেশনগুলোতে নির্ধারিত সময় থেকেও ৫-৭ মিনিট বেশি বিরতি দিয়েছে। ট্রেনের ভেতর যেন শ্বাস নেওয়ার জায়গা ছিল না।

আরেক যাত্রী জাহিদ হাসান সাংবাদিক’কে  বলেন, এই ট্রেনে কমপক্ষে ১৫০০ থেকে ২ হাজার মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের ভেতর ওয়াশরুমে যাওয়ার মতো জায়গা ছিল না আজ। ট্রেনের ছাদেও মানুষ ছিল।

নরসিংদী কমিউটার-১ ট্রেনের যাত্রী সিয়াম আহমেদ বলেন, এমনিতেই এই ট্রেনে কোচ সংখ্যা কম। তারপরও প্রচুর মানুষ এসেছে আজ। ট্রেনের ভেতর প্রচুর মানুষ ছিল, হাঁটাচলা করার মত জায়গা নেই। প্রতিটি স্টেশন থেকেই অনেক মানুষ উঠেছে।

ঢাকা রেলওয়ে স্টেশনে যতগুলো ট্রেনে স্টেশনে থেমেছে প্রত্যেকটা ট্রেন থেকে হাজার হাজার মানুষ প্লাটফর্মে নেমেছেন। এছাড়া আরো লোকজন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও নেমেছেন।

বাংলাদেশ রেলওয়ে তথ্য বলছে, সারাদিনে ঢাকা রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন ও ২৫টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

আর্থিক সংকটে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা 

ঢাকায় স্বস্তির বৃষ্টি

যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে না, আরও বাড়বে : প্রেস সচিব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

মেহেরপুরে স্যালোইঞ্জিন চালিত যান আলগামন উল্টে নিহত ১