রুশ হামলায় ৯ শিশুসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জনই শিশু বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরে হামলা চালায় রাশিয়া।
স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, হতাহতদের একটি খেলার মাঠে পড়ে থাকতে দেখা গেছে। আর একটি ভিডিওতে দেখা যায়, একটি ১০ তলা আবাসিক ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ পড়ে আছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে, ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠকস্থলে উচ্চ-নির্ভুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। রেস্টুরেন্টে ওই হামলায় ৮৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। তবে এর কোনও প্রমাণ তারা দেয়নি।ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের ‘নিষ্ঠুর অপরাধ’ ঢাকতে। তারা জানিয়েছে, মস্কো একটি ইস্কান্ডার-এম ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার মধ্যে ক্লাস্টার ওয়ারহেড ছিল, যাতে হতাহতের সংখ্যা বাড়ে। রাশিয়ার ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ক্রিভি রিহ-তে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।
আরও পড়ুন
মন্তব্য করুন