ভিডিও রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও এমবাপ্পের

নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও এমবাপ্পের,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের আন্তোনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে অসদাচরণের অভিযোগ উঠেছিল, যা নিয়ে তদন্ত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তদন্তের পর জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন তারা। তবে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন তারা। 

ঘটনাটা মূলত অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গত ১২ মার্চের। শুটআউটের সময় একই অভিযোগে অভিযুক্ত হন ভিনিসিয়ুস জুনিয়র ও দানি সেবায়োসও। উয়েফার ডিসিপ্লিনারি সংস্থা শুক্রবার জানিয়েছে, তারা রুডিগার ও এমবাপ্পেকে মৌলিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। সেজন্য দু’জনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সেটা এক বছরের জন্য স্থগিত থাকবে। 

আরও পড়ুন

ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, রুডিগার অ্যাতলেতিকো ভক্তদের উদ্দেশ্যে গলা কাটার মতো ভঙ্গি করেছেন। এমবাপ্পের অঙ্গভঙ্গি ছিল অশালীন। এই অপরাধে রুডিগারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আর এমবাপ্পেকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ইউরো। ভিনিসিয়ুসের বিরুদ্ধে তদন্ত হলেও তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, সেবায়োসকে স্টেডিয়ামের দর্শকদের উসকানি দেওয়ার অপরাধে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ

টানা বন্ধের পর থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

শাওয়ালের ছয় রোজার ফজিলত

পোশাক রফতানিতে বিকল্প পথ খুঁজুন

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে প্রশাসনের অভিযান