ভিডিও রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

আরও ৭৫ দিন সময় পেল টিকটক

আরও ৭৫ দিন সময় পেল টিকটক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের জন্য পেছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি বলেছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না।

এর আগে চীনা মালিকানার বাইরে যেতে ২০২৪ সালের এপ্রিলে পাস হওয়া এক আইনে টিকটককে ৯ মাস সময় দেওয়া হয়েছিল। নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো চুক্তি সম্পন্ন করতে পারেনি টিকটক। ফলে আবারও ৭৫ দিন সময় বাড়ালেন  ট্রাম্প।

 মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে। তবে এখনও কিছু অনুমোদন বাকি। হোয়াইট হাউস চায় না টিকটক ‘অন্ধকারে’ চলে যাক। তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনাধীন পরিকল্পনায় বাইটড্যান্সের অ-চীনা বিনিয়োগকারীরা মার্কিন অংশীদারিত্ব বাড়িয়ে টিকটকের মালিকানা নেবেন। এর মূল লক্ষ্য, নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গঠন করে চীনা মালিকানা ২০ শতাংশের নিচে নামিয়ে আনা। যাতে করে আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বন্ধের পর থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

শাওয়ালের ছয় রোজার ফজিলত

পোশাক রফতানিতে বিকল্প পথ খুঁজুন

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে প্রশাসনের অভিযান

শোয়ার সময় যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়

জয়পুরহাটের আক্কেলপুরে প্রহরীদের বেঁধে রেখে চার দোকানে ডাকাতি