ভিডিও রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা

সংগৃহীত,খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত র‌য়ে‌ছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

আজ শ‌নিবার কি‌শোরগ‌ঞ্জের হাওর উপ‌জেলার অষ্টগ্রা‌মে জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করে‌ছে। আর এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধানের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ্যে উদ্বৃত্ত হ‌বে দেশ। কৃষক যেন ফস‌লের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

তি‌নি আরও ব‌লেন, কৃষক হ‌লো উন্নয়‌নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ কর‌ছে ব‌লে জানান।

আরও পড়ুন

খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগ‌ছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভা‌বে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

তি‌নি আরও ব‌লেন, হাওর এলাকায় এখন কৃষকরা ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়‌নে ব্যাপকভা‌বে কাজ কর‌ছে।

এ সময় বেশ ক‌য়েকজন জিরা‌তি কৃষক তা‌দের সেচ সমস্যা, রাস্তাঘা‌টের সংকট, খাবার পানির অভাব নি‌য়ে কথা ব‌লেন। জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বন্ধের পর থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

শাওয়ালের ছয় রোজার ফজিলত

পোশাক রফতানিতে বিকল্প পথ খুঁজুন

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে প্রশাসনের অভিযান

শোয়ার সময় যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়

জয়পুরহাটের আক্কেলপুরে প্রহরীদের বেঁধে রেখে চার দোকানে ডাকাতি