নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলবার্ট সরেন (৪০) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধামইরহাট-নজিপুর সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএচটি) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলবার্ট সরেন উপজেলার লক্ষীতাড়া গ্রামের রাফায়েল মার্ডির ছেলে। দুর্ঘটনায় পত্নীতলা উপজেলার গগনপুর এলাকার আব্দুস সামাদের ছেলে রুবেল হোসেন (৩৬) নামের অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। এছাড়া গুরুতর আহত ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন