ভিডিও রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

বৈদ্যুতিক খুঁটিতে  মোটরসাইকেলের ধাক্কা; সেনা সদস্য নিহত

বৈদ্যুতিক খুঁটিতে  মোটরসাইকেলের ধাক্কা; সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক:  শরীয়তপুর সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায়  বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আল মামুন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 


শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া আল মামুন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান। শনিবার দুপুরে তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। বালারবাজার সড়কের নয়ারাস্তায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন আল মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী বাদল কোতোয়াল বলেন, ‍“আমি বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসি। পরে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। একটি অটোরিকশায় করে আমার বড় ছেলেকে দিয়ে তাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি, তিনি মারা গেছেন।”

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ

টানা বন্ধের পর থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

শাওয়ালের ছয় রোজার ফজিলত

পোশাক রফতানিতে বিকল্প পথ খুঁজুন

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে প্রশাসনের অভিযান

শোয়ার সময় যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়