ফ্রেঞ্চ লিগে ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করতে অঁজির বিপক্ষে ঘরের মাঠে ১ পয়েন্ট পেলেই হতো প্যারিস সেইন্ট জার্মেইনের। কিন্তু টানা চতুর্থ লিগ শিরোপার দিনটা কেবল ড্র দিয়েই কেন থামাবে লুইস এনরিকের শিষ্যরা। দুর্দান্ত ছন্দে থাকা দলটা ঘরের মাঠে পেয়েছে শিরোপা নিশ্চিত করা দারুণ এক জয়। লিগ তালিকায় ১৪তম স্থানে থাকা অঁজির বিপক্ষে পিএসজি জিতেছে ১-০ গোলে। ঘরের মাঠে দূর্বল প্রতিপক্ষের গোলমুখে অনেকগুলো সুযোগ তৈরি করলেও কিছুটা হতাশই হয়েছে লুইস এনরিকের দল। দিজিরে দুয়ের ৫৫ মিনিটের গোলটাই অবশ্য ম্যাচের ফল গড়ে দেয়। ওই এক গোলের সুবাদেই পয়েন্ট টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে পিএসজি। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগে সবার আগে লিগ শিরোপা জিতল দলটি।
এই জয়ের মাধ্যমে ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। ফ্রেঞ্চ লিগে সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা।শিরোপা জয়ের মিশনে নেমে প্রথমার্ধেই গোলের জন্য ১১টি শট নেয় এনরিকের দল। তবে এরমাঝে কেবল একটি শটই ছিল অনটার্গেটে। ৩৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভিতিনিয়ার শট ঠেকিয়ে দেন অঁজি গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।অবশ্য বিরতির পরপরই এগিয়ে যায় পিএসজি। খাভিচা কাভারাৎস্খেলিয়ার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড দুয়ে। সেটাই নিশ্চিত করেছে ম্যাচে পিএসজির জয়।
আরও পড়ুন১৮ দলের টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখল পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মোনাকো। লিগের বাকি ৬ ম্যাচ না হারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হবে প্যারিসিয়ানরা। কাজটা অবশ্য খুব একটা কঠিন না ফ্রেঞ্চ লিগের বর্তমান শিরোপাধারীদের জন্য। চলতি মৌসুমে আরও দুটি শিরোপা জয়ের হাতছানি পিএসজির সামনে। ফরাসি কাপের ফাইনালে এরইমাঝে জায়গা করে নিয়েছে দলটি। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন