ভিডিও শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

বাজি ধরে ভিনির পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়ার গোলকিপার

বাজি ধরে ভিনির পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়ার গোলকিপার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভিনির সময় খারাপ যাচ্ছে জেনেই তাকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। ভ্যালেন্সিয়ার এই জর্জিয়ান গোলরক্ষক সেই বাজিতে জিতেছেন। ভিনির পেনাল্টি ঠেকিয়ে শুধু ম্যাচের নায়কই হননি, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে এখন ৫০ ইউরোও পাচ্ছেন।

পুরো গল্পটা না বললে অবশ্য পাঠকেরা ঠিক মজা পাবেন না। ঘটনাটা গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে; ঘরের মাঠে যে ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল। ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক মামারদাশভিলি। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল, কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কিন্তু ভিনিসিয়ুসের নেওয়া দুর্বল পেনাল্টি শট রুখে দেন মামারদাশভিলি।

ভিনির সঙ্গে বাজিটা মামারদাশভিলি ধরেছিলেন ওই শটের ঠিক আগে আগে। স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে এক সাক্ষাৎকারে মামারদাশভিলি শুনিয়েছেন সেই বাজির গল্প, ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম। পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’

আরও পড়ুন

গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনি। কে জানে, সেটা মাথায় রেখেই মামারদাশভিলি ভিনিকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন কি না। হয়তো মানসিকভাবে ভিনিকে চাপে রাখার একটা কৌশল ছিল এটা। মামারদাশভিলি নিজের কৌশলে সফল হয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় নিজের ২০০তম ম্যাচটা ভুলে যাওয়ার মতো কেটেছে ভিনির। ওদিকে ম্যাচে জয়ের আনন্দের সঙ্গে ৫০ ইউরো বাড়তিও পাচ্ছেন মামারদাশভিলি। ভিনি অবশ্য টাকাটা এখনো দেননি মামারদাশভিলিকে। ওই সাক্ষাৎকারেই ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হাসতে হাসতে বলেছেন, ‘খেলা শেষেই ওর আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচিং না করায় ছাত্রীর উত্তরপত্রে ইচ্ছামতো বৃত্ত ভরাট করলেন শিক্ষক

ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

বাবার ইচ্ছা পূরণ করতেই লাশ রেখে দাখিল পরীক্ষা দিল ছেলে

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

 মাদ্রাসায় ছাত্রীদের শোবার ঘরে ক্যামেরা, কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা