ভিডিও বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক, ছবি: সংগৃহীত

স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা যেন কার্যক্রম শুরু করতে পারে সেজন্য দ্রুতই লাইসেন্স দেওয়া হবে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ কথা জানান।

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে।

আরও পড়ুন

যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপেরিয়েন্স করতে পারবেন, বলেন তিনি।

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো, বলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা 

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শনিবার

নাইটক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৭৯

 রংপুর অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা