রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।
আজ রোববার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি রংপুর বিভাগীয় শহর থেকে বিকেলে সড়কপথে শহিদ আবু সাঈদের বাড়িতে পৌঁছেন। পরে তিনি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মন্তব্য করুন