ভিডিও মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

বগুড়ায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলা : আটক ৫

বগুড়ায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলা : আটক ৫

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। এ সময় তাদের বেদম মারধোর করা হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) বিকেল ৩ টার ১০ মিনিটের দিকে জলেশ্বরীতলা জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে মূল পরিকল্পনাকারী রাকিবসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আজ সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ শাজাহানপুরের গন্ডগ্রাম থেকে রাকিবকে গ্রেফতার করে।

আহত দুই সাংবাদিক হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোট্রাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন এবং তাদের সাথে থাকা তৌফিকুল ইসলাম নিরব। আহত সাংবাদিক আসাফুদৌলা নিয়নকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অপর সাংবাদিক খোরশেদ আলম ও তাদের সঙ্গী নিরব একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সাংবাদিকদের মাথায়, চোখে ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে।

সাংবাদিক খোরশেদ আলম বলেন, বিকেল তিনটা ১০ মিনিটের দিকে তারা সেখানে জুস বারে জুস পান করতে যান। জুস পান করে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ১০-১৫ জন সন্ত্রাসী প্রথমে সাংবাদিক নিয়নকে ঘিরে ধরে। ওই সন্ত্রাসীদের সাথে কথা বলতে গেলে তারা মারধর শুরু করে। মাথায় কিল ঘুষি মারে। এরপর ছুরিকাহত করতে গেলে নিয়ন আমাকে বাঁচানোর চেষ্টা করেন। তারপরও তার ডান হাতে ছুরির আঘাতে সামান্য কেটে যায়। এসময় সন্ত্রাসীরা নিয়নকেও রাস্তায় ফেলে মারধর করতে থাকে। এ সময় তারা তাদের সঙ্গী নিরবকেও মারপিট করে আহত করে।

আরও পড়ুন

সাংবাদিক নিয়ন বলেন, হামলাকারিদের চিনিনা। তবে এর মধ্যে একজন পূর্ব পরিচিত। সম্ভবত এরা আগে থেকে আমাদের অনুসরণ করছিল। জুস বার থেকে বের হবার সময় কয়েকজন আমাকে ঘিরে ধরে নাম-ঠিকানা জানতে চায়। আমি পরিচয় দিয়ে বাইরে বের হবার সময় তারা পিছন থেকে আমাকে আক্রমণ করে। আমার মাথায় ও চোখে অনেক কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমি আর ডান চোখে আঘাত পাই। আমাকে রক্ষা করতে গিয়ে খোরশেদ আলম এবং নিরব আহত হয়েছেন।

কি কারণে আমাদের মেরেছে সেই বিষয়টি এখনও পরিস্কার হতে পারিনি, বলেন নিয়ন। তবে বর্তমানে দুজনের চোখের আঘাত খুব গুরুতর। এই বিষয়ে বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা দৈনিক করতোয়াকে বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  হামলাকারীদের মধ্যে মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এই হামলায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’টি কারণে নওগাঁয় প্রতি বছরই কমছে সূর্যমুখী ফুলের চাষ

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

সাগর থেকে ট্রলারসহ ১১ জেলে অপহরণ করেছে আরাকান আর্মি

বগুড়ার সারিয়াকান্দিতে ওয়াক্ফ সম্পত্তি ব্যক্তি মালিকানায় ব্যবহারের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৯টি দেশীয় অস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাকিস্তানে বড় জয় বাংলাদেশের