ভিডিও শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৪৪ জনের

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৪৪ জনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক ডজনেরও বেশি নারী ও শিশু রয়েছে। রোববার (৬ এপ্রিল) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।  

রোববার রাতে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র গাজা থেকে নিক্ষেপের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার কয়েকটি পাড়ার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ওই রকেট হামলার পর গাজায় গামলা আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী। কারণ ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করার পর এটি ছিল সবচেয়ে বড় রকেট হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এর মধ্যে প্রায় পাঁচটি রকেট প্রতিহত করা হয়েছে। হামাসের সামরিক শাখা এই হামলার দায় স্বীকার করেছে। 

রোববার ভোররাতে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি তাঁবু ও একটি বাড়িতে আঘাত হানে ইসরায়েল। এতে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও পাঁচজন শিশু নিহত হয় বলে নাসের হাসপাতাল জানিয়েছে। নাসের হাসপাতালের কাছেই সাংবাদিক ইসলাম মেকদাদের বাড়ি। হামলায় তিনি, তার ছেলে ও পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী সাংবাদিকও ছিলেন। তার মা আমাল কাসকিন বলেন, আমার মেয়ে নিরপরাধ। সে সাংবাদিকতাকে ভালোবাসত এবং এই পেশার প্রতি গভীর অনুরাগ ছিল।

আরও পড়ুন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি গোলাবর্ষণে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে অন্তত চারজন নিহত হয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক জানান, দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে সাতজনের মরদেহ পৌঁছেছে, যাদের মধ্যে একটি শিশু ও তিনজন নারী রয়েছেন। এছাড়া গাজা সিটিতে একটি বেকারির সামনে অপেক্ষমাণ লোকজনের ওপর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত সরকারের অধীনে পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচিং না করায় ছাত্রীর উত্তরপত্রে ইচ্ছামতো বৃত্ত ভরাট করলেন শিক্ষক

ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

বাবার ইচ্ছা পূরণ করতেই লাশ রেখে দাখিল পরীক্ষা দিল ছেলে

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

 মাদ্রাসায় ছাত্রীদের শোবার ঘরে ক্যামেরা, কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা