ভিডিও শনিবার, ১২ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা বুলু জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা বুলু জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি, ছবি: সংগৃহীত।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টায় তাকে অ্যাম্বুলেন্সে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। এরপর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়েছে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছিল। গতকাল রাতে তাকে কুমিল্লার মুন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, বুলুর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে দ্রুত কুমিল্লা নগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিডিয়া ছুটায় দেবো, চেনো আমাদের’

পাগলা মসজিদের দানবক্সে এবার জমেছে ২৮ বস্তা টাকা 

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’

আজ ‘মার্চ ফর গাজা’, সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত

নাটোর আদালতের মালখানার তালা ভেঙে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

শাওয়াল মাসে কতিপয় করণীয়-বর্জনীয় কাজ