ভিডিও সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

গাজায় ২০ দিনে ৪৯০ শিশুকে হত্যা

গাজায় ২০ দিনে ৪৯০ শিশুকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গত ২০ দিনেই গাজায় প্রায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার মিডিয়া অফিসের রোববার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, গত ২০ দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৪৯০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মিডিয়া অফিস। এক বিবৃতিতে মিডিয়া অফিসটি শিশুদের বিরুদ্ধে হত্যাযজ্ঞকে ‘আধুনিক সময়ের মানবতাবিরোধী সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি’ হিসাবে বর্ণনা করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অসহায় বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার অভিযোগও করেছে তারা। মিডিয়া অফিস বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শিশুরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত বিশ দিনে ইসরায়েল শিশুদের ওপর এক মর্মান্তিক গণহত্যা চালিয়েছে, ধারাবাহিক বর্বর হামলায় ৪৯০ শিশু নিহত হয়েছে। এতে এই সময়ের মধ্যে মোট শহিদের সংখ্যা ১৩৫০ জনে দাঁড়িয়েছে।’

বিবৃতিতে ইসরায়েলি দাবিও প্রত্যাখ্যান করা হয়েছে। মূলত ইসরায়েল দাবি করেছিল, বেসামরিক হতাহতের ঘটনা কেবল আকস্মিক। গাজার মিডিয়া অফিস বরং যুক্তি দিয়ে বলেছে, প্রাণহানির এই পরিসংখ্যানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করার একটি ইচ্ছাকৃত, পদ্ধতিগত নীতিকেই প্রতিফলিত করে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের আদেশে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে জেলে প্রেরণ

ঝালকাঠিতে খালে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে আকাশ থেকে পড়ল বিশালাকৃতির শিলা

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালন

পাবনার ভাঙ্গুড়ায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় বাদি গ্রেফতার