ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব বিলীন হতে পারে না : হামাস

আন্তর্জাতিক ডেস্ক : আশদোদ ও আশকেলনে রকেট হামলার পর হামাস মুখপাত্র জিহাদ তাহা রোববার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসের এখনো এমন সামরিক সক্ষমতা রয়েছে যা ইসরাইলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের বিরুদ্ধে নিরব ভূমিকা পালন করছে। তাহা দাবি করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ ও হত্যাযজ্ঞের প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলনের এই পদক্ষেপ ন্যায্য। তার ভাষায়, ইসরাইলের চরমপন্থি ফ্যাসিস্ট সরকার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাই প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। জিহাদ তাহা আরও বলেন, যতদিন ইসরাইল ফিলিস্তিনি ভূমিতে অবস্থান করবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতিগুলোকে অস্ত্রসজ্জিত করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে-যেমন বেন গাভির আল-আকসা মসজিদে প্রবেশ করেছে-ততদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব বিলীন হতে পারে না।
এদিকে, গাজা থেকে ইসরাইলের দিকে রোববার প্রায় ১০টি রকেট ছোড়া হয়। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, এগুলোর অধিকাংশই প্রতিহত করা হয়েছে। আশকেলন শহরে একটি রকেট পড়ে বেশ কিছু যানবাহনের ক্ষতি হয়। ইসরাইলি জরুরি সেবা সংস্থা এমডিএ জানায়, রকেটের স্প্লিন্টারে আহত এক ব্যক্তি (বয়স আনুমানিক ৩০) কে বারজিলাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কিছু আতঙ্কগ্রস্ত মানুষ এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহতদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। হামাস এখনও সীমিত সক্ষমতা ধরে রেখেছে, তা স্পষ্ট হয়েছে আশদোদ ও আশকেলনে রকেট হামলার মাধ্যমে। যদিও অধিকাংশ রকেটই ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে, তবুও এই ধরনের হামলা প্রমাণ করে যে গাজায় ইসরাইলি সামরিক অভিযান সত্ত্বেও হামাস পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি।
মন্তব্য করুন