ভিডিও মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

২০২১ সালের পর বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম

২০২১ সালের পর বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম

২০২১ সালের পর বিশ্ববাজারে তেলের দর সর্বনিম্নে নেমে এসেছে। সোমবার (০৭ এপ্রিল) আটলান্টিক অঞ্চলের ক্রুড অয়েলের মূল্য নির্ধারণকারী প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩.৪৯ ডলারে দাঁড়িয়েছে। আজ সোমবার (০৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী তেলের দাম গত এপ্রিল ২০২১ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার আটলান্টিক অঞ্চলের ক্রুড অয়েলের মূল্য নির্ধারণকারী প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যা এ সময়ের চেয়ে ৩ দশমিক ২ শতাংশ কম। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ এ দামপতন রেকর্ড করা হয়।

মার্কিন ক্রুড অয়েলের মূল্য সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)ও নতুন নিম্নস্তরে পৌঁছেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ডব্লিউটিআইর দাম প্রায় ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির প্রভাবে ব্রেন্ট ও ডব্লিউটিআইর দাম যথাক্রমে ১০ দশমিক ৯ শতাংশ ও ১০ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছিল। এর ধারাবাহিকতায় এ সপ্তাহেও দামপতনের প্রবণতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্থরতা, জ্বালানি চাহিদা কমে যাওয়া এবং রাজনৈতিক নীতির অনিশ্চয়তাই তেলের বাজারে এই ধসের মূল কারণ। এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানি খরচ কমার সম্ভাবনা থাকলেও রপ্তানিকারক দেশগুলোর রাজস্ব সংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে ওপেকভুক্ত দেশগুলো নতুন মূল্য স্থিতিশীলতা কৌশল নিয়ে আলোচনা জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙ্গা আমের গুটি রক্ষা নিয়ে চাষিরা দুশ্চিন্তায়, চলছে পরিচর্যা

বগুড়ায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে ছুরিকাঘাতের  ঘটনায় ১ জন গ্রেফতার

বগুড়ায় সড়কে বেরিকেড দিয়ে ছিনতাই

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু