ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালন

করতোয়া ডেস্ক : গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপি প্রতিবাদের অংশ হিসেবে আজ সোমবার (৭ এপ্রিল) বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলা ও উপজেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ক্লাস ও পরিক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
বগুড়া শহর জামায়াত : বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে বগুড়ায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ায় শহর জামায়াত। আজ সোমবার (৭ এপ্রিল) শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি মো. আজগর আলি, শহর জামায়াতের অফিস সেক্রেটারি মাও. আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক এড. শাহিন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ করেন। আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আনাদের মানবতা কোথায়? আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ফিলিস্তিনের আহবানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। জেলা সভাপতি, আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিতে এবং জেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় মিছিল শেষে
ফতেহ আলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলা সভাপতি বলেন, বিশ্ববাসীর উদ্বেগের পরেও গাজায় গণহত্যা থামছেনা। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল মুসলমানদের জন্য উদ্বেগজনক নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, প্রভাষকএমদাদুলহক, সাংগঠনিকসম্পাদক-প্রভাষক জিয়াউর রহমান জিয়া, মুহাম্মাদ সোহরাব হোসেন, মুহাম্মাদ নাঈম হাসান প্রমুখ।
পুন্ড্র বিশ্ববিদ্যালয় : গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে “গ্লোবাল স্ট্রাইক ফর প্যালেস্টাইন”- এর সাথে সংহতি জানিয়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং অবিলম্বে গাজায় সংঘটিত হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান।
মানবন্ধনে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান ও রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আমিনুল হক, পরিচালক (অর্থ) আবু জাহিদ মো. জগলুল পাশা, প্রক্টর মো. সাব্বির হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক, বিওটি সমন্বয়ক মো. খোরশেদ আলম, এস্টেট অফিসার মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠনসমূহকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গ্লোবাল স্ট্রাইকের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম যেমন- ক্লাস, পরীক্ষা এবং ল্যাব বন্ধ ছিল।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন : গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও ভারতের বিধান সভায় অনুমোদনকৃত ওয়াক্ফ আইন বাতিলের দাবি করেছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা ও ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরী। এক বিবৃতিতে এলবার্ট পি কস্টা উল্লেখ করেন, গাজায় যে বর্বরোচিত হামলা হচ্ছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না, অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবিও জানান নেতৃবৃন্দ সেই সাথে সারা বিশ্বের মানবধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার হওয়ার ও আহব্বান জানান।
একই সাথে আঞ্চলিক সাম্প্রদায়িক 'সম্প্রীতি বজায় রাখতে' সংশোধিত ওয়াকফ আইন ভারত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছে নেতৃবৃন্দ। এসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি বলেন "আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষ্যমমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন 'মুসলিম ওয়াকফ (সংশোধন) বিল-২০২৪' অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আদমদীঘি (বগুড়া) ও সান্তাহার প্রতিনিধি : গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি ও সান্তাহার পৌরবাসির উদ্যোগে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বাদ আছর আদমদীঘি মডেল মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, মাও: তরিকুল ইসলাম, উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারি গোলাম রব্বানী, সহ সেক্রেটরী আব্দুল জোব্বার, সদর ইউপির আমীর ইদ্রিছ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, যুব জামায়াত নেতা ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, আব্দুল মালেক, শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।
অপরদিকে সকালে সান্তাহার পৌরবাসির ব্যানারে রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ওই স্বাধীনতা মঞ্চ চত্বরে শেষ করে সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মুমিন. পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন. সহ-সভাপতি হযরত আলী প্রমুখ। পরে নিহত গাজাবাসিদের রুহের মাগফিরাত কামনা ও তাদের হেফাজত কামনায় মোনাজাত করা হয়।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সারিয়াকান্দি ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে আজ সোমবার (৭ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
পরে উপজেলার ইউএনও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সারিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুর মোর্শেদ, কওমি ওলামা পরিষদের উপজেলার সভাপতি শফিকুল ইসলাম সবুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রভাষক তৌহিদ ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, ছাত্রনেতা মুশফিকুর রহমান প্রমুখ।
একই দাবিতে এদিন বিকালে উপজেলা জামায়াতের আয়োজনেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এর আগে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, সহ সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, সাদিকুল ইসলাম স্বপন, পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, যুব জামায়াতের সভাপতি বনি আমিন প্রমুখ।
আরও পড়ুনধুনট (বগুড়া) প্রতিনিধি : ইসলামী আন্দোলন ও জামায়াতের উদ্যেগে পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মাও আশরাফুদ্দীন আল আজাদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাও. মোস্তাফিজুর রহমান, ধুনট কওমী ওলামা পরিষদের উপদেষ্টা মুফতী হাবিবুল্লাহ মাসুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি, ছাত্র জনতার পক্ষে মো.রাতুল হাসান ও মো.আলম হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধুনট ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক।
অপরদিকে বাদ আসর ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাঁ জামে মসজিদের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের ফলপট্টি এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল কারিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, জামায়েত নেতা আব্দুল্লাহ হেল বাকী, ফিরোজ আহম্মেদ, আব্দুল ওহাব ও খলিলুর রহমান।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতাসহ ইসলামী সংগঠন। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বাদআছর শহরের নন্দীগ্রাম কলেজ মসজিদ চত্বর থেকে পৃথক বিক্ষোভ বের করে উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, অ্যাডসভাইব পরিবার ও তৌহিদী জনতা।
বাসস্ট্যান্ডে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনজুরুল ইসলাম রাজু, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, আনোয়ারুল হক, নুরুল ইসলাম মন্ডল, আব্দুল আলীম, অ্যাডসভাইব পরিচালক মনিরুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের মুফতি মোছাদ্দেক বিল্লাহ, মুফতি ওমর ফারুক, উপজেলা ইসলামী আন্দোলনের মাওলানা ইদ্রিস আলী, মুফতি সাইদুল ইসলাম, আবু নাঈম প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে আজ সোমবার (৭ এপ্রিল) বিকালে গাজায় বর্বোরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির নেতা অধ্যাপক শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ঈমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওমর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি সাইফুল ইসলাম, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুফতি জুবায়ের হোসেন, গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, আবরারুল হক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোত্তাকিম, হাফেজ আব্দুর নূর, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
জয়পুরহাট জেলা প্রতিনিধি : গাজায় গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় জয়পুরহাট বাসী ও ছাত্র জনতার ব্যানারে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে তারা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন হাসিবুল হক সানজিদ, মোবাশশের আলী সিহাব, নিয়ামুর রহমান নিবির, সাজিন প্রমুখ।
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি : গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে আজ সোমবার (৭ এপ্রিল) উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা জামায়াত আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা, শাহাদাতুজ্জান, জামায়াত নেতা মাওলানা মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নেতা মিজানুর রহমান,ফারুক হোসাইন, শিবির নেতা রোকনুদৌলা প্রমুখ।
কাহালু (বগুড়া) প্রতিনিধি : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে কাহালু উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিল শেষে কাহালু বাজার রেলওয়ে বটতলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাহিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুর রহমান সবুজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।
আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শহীদুল্লাহ, জেলা ছাত্র শিবিরের (পশ্চিম) সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, প্রভাষক আব্দুল মোমিন। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা তরবিয়াতের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, জামায়াত নেতা মাওলানা ফেরদৌউস আলম, হাফেজ সাইফুল ইসলাম নজরুল, ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম কুদ্দুস, উপজেলা ছাত্র শিবিরের (উত্তর) সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
অপর দিকে দুপুরে গণহত্যার প্রতিবাদে কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করার পর কাহালু চারমাথা রেলগেট বটতলায় এসে সেখানে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম রেজাউল আখলাক, উপাধ্যক্ষ মিল্লাত হোসেন। উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক মহররম আলী, মামুন-উর-রশিদ, ইয়াছিন আলী মন্ডল, সামছুল আলম, শাহজাহান আলী, প্রভাষক আব্দুল মোমিন, রুহুল আমিন।
জয়পুরহাট জেলা প্রতিনিধি : গাজায় গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় জয়পুরহাটবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে তারা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন হাসিবুল হক সানজিদ, মোবাশশের আলী সিহাব, নিয়ামুর রহমান নিবির, সাজিন প্রমুখ।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : গাজায় ইসরাইয়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী কালাই কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে কালাই উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের রাস্তা প্রদক্ষিণ শেষে বাসট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক উপজেলা আমির নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মুনছুর রহমান, নায়েব আমীর মো. তাইফুল ইসলাম ফিতা, উলামা মাশায়েখের কালাই উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, পৌর আমির আব্দুল হান্নানসহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।
এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, শিশুসহ হাজার হাজার নিরিহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুল-মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ স্থানীয় জনগণ। আজ সোমবার (৭ এপ্রিল) কালাই আন নাজাত ফাউন্ডেশনের আয়োজনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে কালাই বাসট্যান্ড চত্বরে এসে মানববন্ধন করেন।
কালাই আহলে হাদিস মসজিদের খতিব মাওলানা মো. সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শাহজাহান আলী, অধ্যক্ষ মো. আজিজার রহমান, তাজ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, মাদ্রাসার সুপার মতিউর রহমান, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইমামুল হক, ইমাম মোজাম্মেল হক, শামীম আহম্মেদ প্রমুখ।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলার বায়তুন নূর জামে মসজিদের উত্তর গেইট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তিনমাথা মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: মো: সুজাউল করিম ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আবু সুফিয়ান মুক্তার, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল বাশারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন