ভিডিও মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে মাহিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ৩টায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। মাহিম উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং চেংমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে বাড়িতে না জানিয়ে মাহিম তার ১০ জন বন্ধুদের সঙ্গে তিস্তা নদীতে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলার পর অনেকে তিস্তায় গোসলে নামে। তবে গোসল করে সবাই ফিরলেও মাহিমের সন্ধান পায়নি তার বন্ধুরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির পর মাহিমকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রায়হান বলে, ‘আমরা ১০ জন একসঙ্গে নদীতে ফুটবল খেলতে যাই। পরে আমরা কয়েকজন গোসল করতে পানিতে নামি। মাহিম সাঁতার জানতো না। তাই তাকে আমরা নামতেও দেইনি। কিন্তু সকলের অগোচরে সে পানিতে নামে। আমরা উঠে দেখি সে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করার পর পানি থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি।’

আরও পড়ুন

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, তিস্তায় গোসলে নেমে মাহিম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙ্গা আমের গুটি রক্ষা নিয়ে চাষিরা দুশ্চিন্তায়, চলছে পরিচর্যা

বগুড়ায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে ছুরিকাঘাতের  ঘটনায় ১ জন গ্রেফতার

বগুড়ায় সড়কে বেরিকেড দিয়ে ছিনতাই

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু