ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ব্লেড দিয়ে যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়ে ধর্ষণ থেকে রক্ষা তরুণীর

ব্লেড দিয়ে যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়ে ধর্ষণ থেকে রক্ষা তরুণীর,

মফস্বল ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ থেকে বাঁচতে’ পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় ঘটনাটি ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী তরুণী জানান, জাহিদ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে প্রেমিকের সঙ্গে দেখা করতেই উপজেলার রাজধলা বিলপাড়ে যান তিনি। এসময় প্রেমিক জাহিদ ফোনে দিয়ে পারভেজ নামের আরেক যুবককে সেখানে নিয়ে আসে। পরে দুজন মিলে বিলপাড়ের পাশের বাগানের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে তরুণী ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজে পুরুষাঙ্গ কেটে দেন। এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। সবশেষ পারভেজকে সেখান থেকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের বিশেষ অঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নুরুল আলম জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে চলবে শাকিবের ‘বরবাদ’

গাজায় ইসরায়েলের হামলা : নিহত ৪০

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলা, নিহত অন্তত

৩ কার্যদিবসের মধ্যে জকসুর রোডম্যাপ চায় জবি বৈষম্যবিরোধী আন্দোলন

ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা