ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বগুড়ায় মান্নান আকন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক’র পৃথক দু’টি মামলা

বগুড়ায় মান্নান আকন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক’র পৃথক দু’টি মামলা

কোর্ট রিপোর্টার : নির্র্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দুর্নীতি কমিশনে (দুদক) দাখিল না করার অপরাধের অভিযোগ এনে বগুড়ার শুকরা এন্টার প্রাইজের প্রোপ্রাইটর আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ (৫৬) ও তার স্ত্রী মনোয়ার বেগমকে (৫৩) আসামি করে দুর্নীতি দমন কমিশন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কর্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে গত ২৩ মার্চ সইকৃত পৃথক এই দু’টি মামলা দায়ের করেন। ইতিমধ্যে পৃথক দু’টি মামলা বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়ছে।

দু’টি মামলার মধ্যে একটি মামলার প্রাথমিক অনুসন্ধান শেষে শুকরা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আব্দুল মান্নান আকন্দের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলের প্রাথমিক সততা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে তার সম্পদ বিবরণী দাখিলের জন্য আদেশ জারি করা হয়।

আরও পড়ুন

এরপর নির্ধারিত সময় গত বছরের ২১ এপ্রিলের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করে কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুরের (বেগম বাজার রোডে) মৃত মুনসুর আলী আকন্দের ছেলে এবং তার বর্তমান ঠিকানা হিসেবে নামাজগড় প্রত্যাশা হাউজিং উল্লেখ করা হয়েছে।

আব্দুল মান্নানের স্ত্রী মনোয়ার বেগম এর ওপর দায়েরকৃত অপর মামলাটি প্রাথমিক অনুসন্ধান শেষে তার মোট দুই কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৮৭০ টাকা মূল্যমানের স্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক সততা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে তার সম্পদ বিবরণী দাখিলের জন্য আদেশ জারি করা হয়। এরপর নির্ধারিত সময় গত ২০২৪ সালের ২১ এপ্রিলের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করে কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল?’

বৃক্ষরোপণে সিরাজগঞ্জের পলাশ পেলেন জাতীয় পুরস্কার

২৫ এপ্রিল জব্বারের বলীখেলার ১১৬তম আসর 

মৎস্য কর্মকর্তার পিয়নের বিরুদ্ধে ড. ইউনুসের নামে প্রতারণার অভিযোগ

হার্ভার্ডকে ‘তামাশার’ জায়গা বললেন ট্রাম্প