সাগর থেকে ট্রলারসহ ১১ জেলে অপহরণ করেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপকূলবর্তী টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যবর্তী বাংলাদেশ জলসীমা থেকে ১১ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করা হয়েছে। অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের দাবি, অপহরণের পেছনে রয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলেদের অপহরণ করা হয়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “সেন্টমার্টিনের কাছাকাছি জলসীমায় মাছ ধরছিল কয়েকটি ট্রলার। আরাকান আর্মির সদস্যরা এসে দুইটি ট্রলারসহ ১১ জন জেলেকে ধরে নিয়ে গেছে। আমার একটি ট্রলারও রয়েছে তাদের হাতে।”
আরও পড়ুনআরো পড়ুন: টেকনাফে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
তিনি আরো বলেন, “দুইটি মাছ ধরার নৌকা নিখোঁজ রয়েছে। সেগুলোর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। একের পর এক এ ধরনের ঘটনায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, “ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি, এখনো নিশ্চিত না, কোন ঘাটের ট্রলার ছিল সেগুলো। আমাদের এলাকার কিছু নৌকাকে আরাকান আর্মি ধাওয়া করেছে বলেও জানতে পেরেছি।”
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “ট্রলারসহ জেলেদের অপহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
মন্তব্য করুন