পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা সড়কের গাঙ্গহাটি নামক স্থানে সি লাইন বাসের ধাক্কায় অটোভ্যান চালক আবু তালেব (৩২) নিহত হয়েছে। সে উপজেলার আর. আতাইকুলা ইউনিয়নের চরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ২ টায় উক্ত স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবু তালেব অটোভ্যান নিয়ে যেতে উক্ত স্থানে পৌঁছালে সি লাইনের একটি বাস ধাক্কা দিলে চালক আবু তালেবকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন একই গ্রামের শিক্ষক সোহেল রানা।
আরও পড়ুনমন্তব্য করুন