নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গতকাল মঙ্গলবার সকালে তিস্তা নদী থেকে ২য় শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার বিকেলে বাবা আলমগীরের সাথে তিস্তা নদীতে মাছ ধরতে যায় সুমাইয়া নামে ৮ বছরের শিশুটি।
মাছ ধরার সময় সে নদীতে পড়ে নিখোঁজ হয়। এলাকাবাসী জানায়, স্কুল বন্ধ থাকায় প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বাবার সাথে মাছ ধরতে যায়। পূর্ব ছাতনাই ইউপির প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঝাড়সিংহেশ্বর গ্রামের আলমগীর হোসেনের কন্যা সুমাইয়াকে নিয়ে তিস্তা নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হয়।
আরও পড়ুনগতকাল মঙ্গলবার সকালে ডিমলা ফায়ার সাভিসের লোকজন লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন