বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে চেক ডিজঅনার (এন.আই.এ্যাক্ট) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের শখের আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে তার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের এনামুল হকের বিরুদ্ধে ইসলামি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ১১ নভেম্বর বগুড়ার যুগ্ম জেলা দায়রা জজ আদালত কর্তৃক এনামুল হককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ ৮৮ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের দন্ড প্রদান করে আদেশ দেন। সাজাপ্রাপ্তের পর থেকে সে পলাতক ছিল।
আরও পড়ুনগতকাল সোমবার বিকেলে আদমদীঘি থানার পুলিশ পলাতক আসামি এনামুল হককে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান. গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন