বাড়ির পেছনে গাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

নেত্রকোণার মদন উপজেলায় আজিজুল ইসলাম (২২) ও রিমা আক্তার (১৯) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়ার নিজ বাড়ির পিছন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আজিজুল ইসলাম বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুজনই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। এবার পরিবারের লোকজনের সঙ্গে ঈদ করতে বাড়িতে আসেন তারা। বুধবার চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করেন। রাতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে বাড়ির পিছনে রেইনট্রি গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার জানান, ‘খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন