জামাল হোসেনের ‘রঙ্গন’এ প্রকাশ পেলো ‘আবীর ছোঁয়া’

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক মোঃ জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন’-এ ঈদের বিশেষ আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রকাশ পেলো ঈদ বিশেষ নাটক ‘আবীর ছোঁয়া’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান।
গত ৮ এপ্রিল ‘রঙ্গন’-এ নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন নাটকে এই সময়ের দর্শকপ্রিয় জুটি ইয়াশ ও তটিনী।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন,‘ এর আগেও ইয়াশ ও তটিনী’কে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশিত হলো ইয়াশ তটিনী’র বউয়ের বিয়ে নাটকটি। এই নাটকটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আমার বিশ্বাস রঙ্গন-এ প্রকাশিত আবীর ছোঁয়া’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। এরইমধ্যে নাটকটি আলোচনায় চলে এসেছে। তাছাড়া ইয়াশ ও তটিনী’র দর্শক মহলেও দারুণ গ্রহণযোগ্যতা আছে। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ থাকে তাদের নিয়ে নাটক নির্মাণের। যেমনটা রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল ভাইয়েরও আছে। তার আগ্রহেই ইয়াশ তটিনীকে নিয়ে আবীর ছোঁয়া নির্মাণ করেছি। আশা করছি নাটকটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলবে।’
জামাল হোসেন বলেন,‘ ইয়াশ ও তটিনী এরইমধ্যে জুটি হিসেবে প্রতিষ্ঠিত। তাদের নাটক দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে আবীর ছোঁয়া নির্মাণের প্রধান কারণ গল্প, দ্বিতীয় কারণ ইয়াশ তটিনী জুটি, তৃতীয় কারণ রুবেল হাসান। আশা করছি আবীর ছোঁয়া দর্শকের মধ্যে আরো সাড়া ফেলবে। কারণ এরইমধ্যে নাটকটি দর্শকের মধ্যে বেশ গ্রহনযোগ্যতা পেয়েছে।’
এরইমধ্যে ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’,‘ কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদে রঙ্গন’এ আরো প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর গান ‘এই জামানার মেয়ে’, রাফাত মজুমদার রিংকর নাটক ‘স্বপ্নের শেষ ঠিকানা’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘হতাহতের ঘটনা ঘটেনি’, সালমার গান ‘দিল দিওয়ানা’ ইত্যাদি। হৃতিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ কঙ্গনার, মুখ খুললেন সুজান বিনোদন ডেস্ক : ২০১৪ সালে স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর হৃতিকের জীবনে এসেছিলেন কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুনশোনা যায়, সেসময় প্যারিসে হৃতিক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে সবকিছু চলছিল গোপনে। ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে কাজ করে তারা সুপারহিট হন। কিন্তু ছবির সাফল্য ম্লান হতেই সম্পর্কেও আসে ফাটল। তারপর শুরু হয় বিতর্ক। কখনও হৃতিক রোশনের বিরুদ্ধে ইমেল হ্যাক করার অভিযোগ, কখনও বা মানসিক ভাবে হেনস্তা করার অভিযোগকে প্রকাশ্যে আনেন কঙ্গনা। তিনি অভিযোগ করেন, হৃতিক তাকে ভুল প্রেমের ফাদে ফেলেছেন। এমনকি হৃতিক তাকে আপত্তিকর ছবি পাঠাতেন ও এমন ছবি চাইতেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে আইনি পদক্ষেপ নিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি সেই ইস্যু নিয়ে ফের মুখ খুলেন নায়িকা। আর তারপরই, হৃতিকের সমর্থনে এগিয়ে আসেন তার প্রাক্তন স্ত্রী সুজান খান।
সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে অভিনেতার একটি ছবি পোস্ট করে সুজান লেখেন, বিষয়টার মধ্যে এমন কোনও গভীরতা বা এমন কোনও অভিযোগও নেই যা এক জন ভাল মানুষকে খারাপ করতে পারে। হৃতিক-সুজানের বিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। কখনও দুই সন্তানকে নিয়ে এক সঙ্গে ডিনার করতে গিয়েছেন, কখনও বা বিদেশে ছুটি কাটিয়েছেন এই প্রাক্তন দম্পতি। সব সময় হৃতিকের পাশেই ছিলেন তিনি। আর এবার নেট দুনিয়ায় নিজের মতামত জানিয়ে যেন প্রমাণ করতে চাইলেন, কঙ্গনার অভিযোগ ভিত্তিহীন। তিনি যা বলছেন, তা সত্যি নয়। এতে হৃতিকের মতো ভাল মানুষের গায়ে কোনও আঁচ লাগতে পারে না।
সুজান নিজের পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি ঠিকই। কিন্তু তিনি যে কঙ্গনার বিস্ফোরক মন্তব্যরই উত্তর দিয়েছেন তা একবাক্যে মেনে নিচ্ছেন নেটিজেনরা।
মন্তব্য করুন