বগুড়া জেলা মহিলাদল নেত্রী অসুস্থ মিলুর পাশে সাবেক এমপি লালু

বগুড়া জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সাবেক সভানেত্রী কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামের অসুস্থ মজিরুন নেছা মিলুকে আজ বুধবার (৯ এপ্রিল) দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং অর্থ সহায়তা প্রদান করেন বিএনপি চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের ফজলে রাব্বি তোহা, আরিফুর রহমান মজনু, ফারুকুল ইসলাম ফারুক, এনামুল হক, মিল্টন হোসাইন, আকতার আজম, নাছিমা খাতুন, রেহেনা আক্তার প্রমুখ। এসময় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু অসুস্থ মহিলাদল নেত্রী মজিরুন নেছা মিলুকে চিকিৎসা করানোর আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুনমন্তব্য করুন