মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মায়ের

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নকলা উপজেলার চর বসতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার্থীর মা শিরিনা বেগম (৩২) নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
আরও পড়ুননকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য করুন